বাংলাদেশের নৌবাহিনীর প্রশংসা করলেন ভারতের নৌ প্রধান

613

Published on ফেব্রুয়ারি 23, 2015
  • Details Image

ভারতের নৌবাহিনী প্রধান আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, আর কে ধোয়ান প্রধানমন্ত্রীর নেতৃত্বে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রচেষ্টার জন্যও সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যে চমৎকার অংশীদারিত্ব বজায় রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ব্লু ইকোনমি’ ধারণার উচ্ছ্বসিত প্রশংসা করে ভারতের নৌবাহিনী প্রধান বলেন, তেল, গ্যাস ও খনিজ সম্পদের মতো বিপুল সামুদ্রিক সম্পদ এই ধারণার মাধ্যমে কাজে লাগানো যেতে পারে।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের নৌবাহিনীর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

ছবিঃ ইয়াসিন কবির জয়

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত