613
Published on ফেব্রুয়ারি 23, 2015ভারতের নৌবাহিনী প্রধান আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎকালে এ প্রশংসা করেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।
তিনি বলেন, আর কে ধোয়ান প্রধানমন্ত্রীর নেতৃত্বে গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রচেষ্টার জন্যও সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের নৌবাহিনীর মধ্যে চমৎকার অংশীদারিত্ব বজায় রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ব্লু ইকোনমি’ ধারণার উচ্ছ্বসিত প্রশংসা করে ভারতের নৌবাহিনী প্রধান বলেন, তেল, গ্যাস ও খনিজ সম্পদের মতো বিপুল সামুদ্রিক সম্পদ এই ধারণার মাধ্যমে কাজে লাগানো যেতে পারে।
প্রধানমন্ত্রী বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের নৌবাহিনীর অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
ছবিঃ ইয়াসিন কবির জয়