বাংলাদেশের আইসিটি খাতে আরো বিনিয়োগে আইটিইউ মহাসচিবের গুরুত্বারোপ

435

Published on ফেব্রুয়ারি 10, 2015
  • Details Image

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, আইটিইউ মহাসচিব প্রধানমন্ত্রীকে আগামী ১৭ মে সুইজারল্যান্ডের জেনেভায় আইটিইউ’র ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগদানের আমন্ত্রণ জানান।

প্রধানমন্ত্রীর সুযোগ্য ও গতিশীল নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করে হোলিন জাও বলেন, সরকারের ‘রূপকল্প-২০২১’ তার সংস্থাকে খুবই অনুপ্রাণিত করেছে। তিনি সরকারের ডিজিটাল কর্মসূচিরও প্রশংসা করেন।

আইটিইউ মহাসচিব ডিজিটাল কর্মসূচিকে এগিয়ে নিতে বাংলাদেশের জন্য একটি পৃথক স্যাটেলাইটের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে একটি প্রকল্প গ্রহণ করেছে। ২০১৭ সালের জুনের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এই প্রকল্প বাস্তবায়ন করবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত