জলসিঁড়ি আবাসন প্রকল্পের প্লট হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

2213

Published on ফেব্রুয়ারি 10, 2015
  • Details Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় ২ হাজার একর জমির উপর গড়ে ওঠা জলসিঁড়ি আবাসন প্রকল্পে রাস্তার জন্য ২৮ শতাংশ, লেকের জন্য ১১ শতাংশ এবং পার্ক ও খোলা মাঠের জন্য ৮ শতাংশ জায়গা রাখা হয়েছে।

উল্লেখ্য, প্রকল্পে কোন গ্রামকে অন্তর্ভুক্ত করা হয়নি। পতিত জমি বাজার দরে কেনা হয়েছে। প্রকল্পটিতে পরিবেশ আইন মেনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। প্রকল্পটিতে সবুজ বেষ্টনি গড়ে তোলা হবে। এটি একটি আধুনিক স্যাটেলাইট সিটি হিসেবে গড়ে উঠবে। প্রকল্পের কাজ শেষ হলে আশে পাশের জনগণও এ থেকে উপকৃত হবে।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল আবু সাঈদ মোঃ মাসুদও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীসহ বিপুলসংখ্যক সামরিক ও অসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত