541
Published on ফেব্রুয়ারি 6, 2015গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত ‘সন্ত্রাস বনাম রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে জয় বলেন, আপনারা এবার থামুন। নয়তো পুলিশ আপনাদের আক্রমণ করবে।
তিনি বলেন, পুলিশ ও সরকারের দায়িত্ব দেশের মানুষকে নিরাপদ রাখা। কেউ যদি এভাবে নিরীহ মানুষ মারতে থাকে, তাহলে পুলিশের দায়িত্ব যেভাবেই হোক সেটা থামানো। এটা তাদের অধিকার নয়, দায়িত্ব।
আলোচনা সভায় আরও বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, সাংবাদিক আবেদ খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইনামুল হক ও সংগীতশিল্পী মিতা হক। সূচনা বক্তব্য দেন সুচিন্তা ফাউন্ডেশনের আহ্বায়ক মোহাম্মদ এ আরাফাত।