বাংলাদেশের আইনের শাসনের প্রশংসায় আইসিসি

527

Published on জানুয়ারি 28, 2015
  • Details Image

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সম্প্রতি নেদারল্যান্ডস- এর হেগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)- এর প্রেসিডেন্ট সাং হুন সঙ এবং এ আদালতের কৌঁসুলি ফাতৌ বেসৌদা’র সাথে তাঁদের নিজ নিজ কার্যালয়ে বৈঠককালে তারা বাংলাদেশের এ প্রশংসা করে।

গত ২৬ জানুয়ারি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

হেগে দিনব্যাপি সফরকালে আইনমন্ত্রী আনিসুল হক আন্তর্জাতিক অপরাধ আদালতের সাথে আরও সহযোগিতা এবং আদালতের (আইসিসি) প্রতি বাংলাদেশের অঙ্গীকারের কথা পুনর্ব্যাক্ত করেন।

আইনমন্ত্রী তাঁদেরকে জানান, বৈশ্বিকভাবে শাস্তি থেকে রেহাই বা দায়মুক্তির বিষয়টি বন্ধ করতে বাংলাদেশ সংকল্পবদ্ধ।

আইনমন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি ফাতু বেসৌদা’র মধ্যে বৈঠককালে বাংলাদেশের ‘বীরাঙ্গনা’ এবং তাদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের বিষয়টি আলোচিত হয়।

আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি আইন ও বিচারের ক্ষেত্রে বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশের সাথে কাজ করার ব্যাপারে তাদের প্রস্তুতির কথা জানান।

এসময় নেদারল্যান্ডস-এ নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী আনিসুল হক হেগে অবস্থিত ‘ইনস্টিটিউট ফর গ্লোবাল জাস্টিস’- এর প্রেসিডেন্ট ড. আবিউদিন উইলিয়ামস-এর সাথে বৈঠক করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত