746
Published on জানুয়ারি 21, 2015তিনি বলেন, ওই সময়ে সাতক্ষীরা জেলাতেও জামায়াত-শিবির ও বিএনপির তান্ডবে রাজনৈতিক সহিংসতায় ১৬ জন নিহত হয়েছে এবং ৫৫ জন আহত হয়েছে। আহতদের সরকারিভাবে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। নিহতদের স্বজনদের ও আহতদের মধ্যে ৮৩ জনকে সরকারিভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আনিসুর রহমান ও আব্দুল ওহাব নামক আহত ব্যক্তিদ্বয় হাসপাতাল থেকে চিকিৎসা সেবা গ্রহণ শেষে বাড়িতে অবস্থান কালে মৃত্যুবরণ করেছে।
প্রধানমন্ত্রী গতকাল সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মীর মোস্তাক আহমেদ রবি’র এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সাতক্ষীরা জেলায় জামায়াত-শিবির ও বিএনপির সহিংসতায় নিহতদের পরিবার, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধি এবং সরাসরি ক্ষতিগ্রস্তদের নিকট থেকে প্রাপ্ত দরখাস্তের ভিত্তিতে নিয়মিতভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০১৩ ও ২০১৪ সালে সাতক্ষীরা জেলায় মোট ২৪৮ জনকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বিভিন্ন অংকের আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন থেকে প্রাপ্ত আরেকটি তালিকায় বর্ণিত ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।