437
Published on মার্চ 21, 2015কিন্তু দেশের একসময়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিএনপি ও এর নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শান্তিপুর্নভাবে এই উন্নয়নযজ্ঞে অংশগ্রহন না করে বরং সারাদেশে অগ্নিকান্ড, লুটপাট, বোমাবাজি করে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করে রাখার চেষ্টা করে। জানুয়ারী, ২০১৫ তে তারা আবার তাদের ধ্বংসের রাজনীতি সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিতে সচেষ্ট।
গত ৪ জানুয়ারী থেকে বিএনপি-জামাতের নেতৃত্বে তথাকথিত 'আন্দোলন' শুরু হওয়ার পর থেকে ২১ মার্চ পর্যন্ত ৯৪ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন। শিশু থেকে বৃদ্ধ, আহত হয়েছেন ১৭৬২ জন মানুষ। নিহতদের মধ্যে ৬৮ জন জামাত-বিএনপি'র দেওয়া আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছেন।
সারাদেশে পেট্রোল বোমা ও অগ্নিসংযোগে পুড়েছেন ৫০৫ জন শান্তিকামী, নিরীহ নাগরিক। এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিট থেকে চিকিৎসা নিয়েছেন ও প্রায় ১০০ জন অগ্নিদগ্ধ এখনো বার্ন ইউনিটে ভর্তি আছেন। গত এক মাসে যাত্রীবাহী বাস, ট্রাক, মিনি ভ্যান, প্রাইভেট কারসহ ৮১৩টি গাড়ি ও ৮টি লঞ্চে আগুন এবং ৬৫৯ টি গাড়ি ও ১৭টি ট্রেন ভাংচুর করা হয়েছে।