বিসিআইএম দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদারে বিসিআইএম বিজনেস কাউন্সিলকে আরো কার্যকর করতে প্রধানমন্ত্রীর আহবান

453

Published on জানুয়ারি 19, 2015
  • Details Image

আজ সন্ধ্যায় বিসিআইএম বিজনেস কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের বলেন, বিসিআইএম বিজনেস কাউন্সিলের মাধ্যমে এর সদস্য দেশগুলোর বিশেষ করে চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক ও যোগাযোগ আরো জোরদার হবে বলে শেখ হাসিনা আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বিসিআইএম বিজনেস কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যানকে তার এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে সুষ্ঠু ও যথাযথভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি আরো বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে তাকে উপদেশ দেন। প্রধানমন্ত্রী বিসিআইএম বিজনেস কাউন্সিলের অব্যাহত সাফল্য কামনা করেন।

এ সময় এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী এবং সহ-সভাপতি মো. হেলাল উদ্দিনও উপস্থিত ছিলেন।

এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ দুই বছর মেয়াদের জন্য বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে বিসিআইএম বিজনেস কাউন্সিল গঠন করা হয়। এর আগে চীন বিসিআইএম বিজনেস কাউন্সিলের চেয়ারম্যান ছিলো।

প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেন, এ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া বাংলাদেশের জন্য একটি বড় সফলতা। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের ধারাবাহিক সফলতারই এটি একটি অংশ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত