420
Published on জানুয়ারি 18, 2015প্রধানমন্ত্রী আজ দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন পুলিশ কনস্টেবল শামীম মিয়াকে দেখতে গিয়ে এ নির্দেশ দেন।
গতকাল সন্ধ্যায় রাজধানীর রমনা পার্কের পাশে মৎস্য ভবনের সামনে পুলিশ ভ্যানে বোমা হামলার ঘটনায় শামীম গুরুতর আহত হন। এ সময় আরও চার পুলিশ সদস্য আহত হন।
শামীমকে প্রথমে মাথা ও শরীরের অন্যান্য অংশে ‘স্প্লিন্টার ইনজুরি’র জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ’তে ভর্তি করা হয়, পরে সেখান থেকে তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আহত শামীম মিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আইজিপি এ কে এম শহীদুল হক এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একই হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমানের কন্যা ডা. শাহনাজকে দেখতে যান।