ঢাকা ট্রিবিউনের জরিপে আওয়ামী লীগ সরকারের প্রতি জনগণের সমর্থন সন্দেহাতীত

475

Published on জানুয়ারি 13, 2015
  • Details Image

জরিপে প্রকাশ প্রায় ৭২ শতাংশ মানুষ মনে করেসরকার অত্যন্ত সফল বা সফল হয়েছে। উল্টোদিকে, বেশিরভাগ বাংলাদেশি বাংলাদেশজাতীয়তাবাদি দল (বিএনপি)কে অসফল মনে করে। প্রায় ৬২ শতাংশ মানুষের ধারণাবিএনপি নিজেদেরকে আওয়ামী লীগের তুলনায় অপেক্ষাকৃত ভালো বিকল্প হিসেবেউপস্থাপিত করতে ব্যর্থ হয়েছে। আরো কয়েকটি জরিপে দেখা যায়, অবকাঠামোরউন্নয়ন এবং শিক্ষা সবার বিবেচনায় সরকারের প্রধানতম সাফল্য। প্রায়এক-চতুর্থাংশ মানুষ মনে করে সরকারের তেমন কোনো ব্যাপক অসফলতা নেই।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত