ইউএন উইমেন এর এশিয়া অঞ্চলের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ

590

Published on জানুয়ারি 10, 2015
  • Details Image

গত বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএন উইমেন- এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে বাংলাদেশ ছাড়াও আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং পূর্ব ইউরোপ অঞ্চল থেকে আরো তিনজন সহ-সভাপতি হয়েছেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ইকোনমিক অ্যাফেয়ার্স মিনিস্টার বরুণ দেব মিত্র এই দায়িত্ব পালন করবেন বলে ইউএন উইমেনের ওয়েবসাইট থেকে জানা গেছে।

তিন বছর মেয়াদী এ কমিটির চেয়ারপারসন হয়েছেন ডেনমার্কের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইবি পেটারসন।

এ বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বলেন, “জাতিসংঘের গুরুত্বপূর্ণ এ সংস্থার নির্বাচনে বাংলাদেশ জয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের যে কাজ চলছে তারই স্বীকৃতি মিলল।”

তিনি জানান, লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্য অর্জনে এই সংস্থা জাতিসংঘের অন্য সব সংস্থার সঙ্গে সমন্বয়ের কাজ করে। সদস্য রাষ্ট্রগুলোতে নারীর অধিকার সুসংহত করতেও সোচ্চার রয়েছে ‘ইউএন-উইমেন’।

৪১ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে আফ্রিকার ১০, এশিয়া ও প্যাসিফিকের ১০, পূর্ব ইউরোপের চার, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশসমূহের ৬, পশ্চিম ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে ৫ জন করে প্রতিনিধি রয়েছেন।

এছাড়া সংস্থাটি পরিচালনায় অর্থ সহায়তা দেওয়া দেশগুলোর জন্য ছয়টি আসন সংরক্ষিত।

জাতিসংঘ সাধারণ অধিবেশনের সিদ্ধান্ত অনুযায়ী ২০১০ সালের জুলাইয়ে মাসে ইউএন উইমেন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে সংস্থাটি নারীর জন্য কল্যাণকর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে অর্থের সংস্থান করে আসছে।

গত বছরও ১২টি আন্তর্জাতিক সংস্থার গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছে বাংলাদেশ। এর মধ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতির পদ ছাড়াও সিডো, হিউম্যান রাইটস কাউন্সিল এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সদস্যপদ রয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত