দেশে নতুন ১১টি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন ১০ জানুয়ারি : স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

368

Published on ডিসেম্বর 29, 2014
  • Details Image


স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষেচট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে পৃথক দুটি আইনপ্রণয়নসংক্রান্ত এক সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান।
সভায় চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে পৃথক দুটি আইনপ্রণয়ন করে দ্রুত মন্ত্রিসভা বৈঠকে উত্থাপনের ব্যবস্থা গ্রহণের জন্যসংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এ লক্ষ্যে স্বাস্থ্যসচিবকেপ্রধান করে একটি কমিটি গঠনের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার জন্য তিনিনির্দেশ দিয়েছেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়নে মন্ত্রণালয়কে আরোগতিশীল হতে হবে।
এছাড়া বৈঠকে রোগী সুরক্ষা আইন-২০১৪, স্বাস্থ্য সেবাদানকারী ব্যক্তি ওপ্রতিষ্ঠান সুরক্ষা আইন-২০১৪ এর খসড়া নিয়ে আলোচনা হয়। মানবদেহেঅঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন-২০১৪ এর খসড়া নিয়েও সভায় আলোচনা করা হয়। মন্ত্রীএই তিনটি আইন প্রণয়ন কাজ দ্রুত সমাপ্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকঅধ্যাপক ডাঃ দীন মোহাম্মদ নুরুল হক, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদহাসান, বিএমডিসি রেজিস্ট্রার ডা. মোঃ জাহেদুল হক বসুনিয়া, বিএমএ মহাসচিবঅধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতনকর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

 

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত