438
Published on ডিসেম্বর 29, 2014
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপির ডাকা সোমবারের হরতাল জনগণ প্রত্যাখ্যানকরবে। সোমবার কোনো হরতালই হবে না। জনগণ তাদের হরতালের আহ্বানে সাড়া দেবেনা।
আগামীকাল বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল কর্মসূচির বিষয়েসাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, এগুলো তাদের মহড়া। গাজীপুরে যেভাবেতাদের হরতাল হয়েছে। আগামীকালও সেভাবে হবে। আমরা তাদের কর্মসূচিরাজনীতিকভাবেই মোকাবেলা করবো। অতীতে মাঠে ময়দানে সবসময় ছিলাম। এখনো থাকবো।
তিনি বলেন, আমরা জনগনের অন্তর বুঝেই রাজনীতি করি। অতীতেও কেউ আমাদের ঠেকাতেপারে নি, এখনও পারবে না। আওয়ামী লীগ ও ১৪ দলকে ঠেকানোর শক্তি কারও নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের যুগ যুগ ইতিহাস আছে। আমরাঅতীতে সমস্ত বাধা-বিঘেœর মধ্যেই কর্মসূচি পালন করেছি।গত নির্বাচনেও শেখহাসিনা’র নেতৃত্বে সকল বাধা-বিপত্তি উপেক্ষা করে আমরা নির্বাচন করেছি।
সম্প্রতি লন্ডনে তারেক রহমানের বক্তব্যের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, আমরাধৈর্যের সাথে তার বক্তব্য রাজনৈতিকভাবেই মোকাবেলা করবো। যারা বঙ্গবন্ধুকেনিয়ে এমন মন্তব্য করেছে কোনভাবেই তাদের ছাড় দেওয়া হবে না।
১৪ দলের কর্মসূচী : গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ৫ জানুয়ারীদেশব্যাপী ১৪ দল তাদের কর্মসূচী পালন করবে এবং আগামী ১৫ জানুয়ারী হতেদেশব্যাপী উপজেলা পর্যায়ে সভা সমবেশ ও জনসংযোগ করার কর্মসূচী ঘোষনা করা হয়।
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জানুয়ারি সারাদেশ ব্যাপী কেন্দ্রীয় ১৪ দল দেশের বিভিন্নস্থানে সভা-সমাবেশ করবে।
এর আগে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারীর সভাপতিত্বেঅনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজালহোসেন, প্রচার ও প্রকাশণা সম্পাদক ড.হাছান মাহমুদ, উপদপ্তর সম্পাদক মৃণালকান্তি দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম ও এস এম কামাল, জাসদেরসাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টি (জেপির) মহাসচিব শেখশহিদুল ইসলাম, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রীপার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম, গণআজাদী লীগের এস কে শিকদারপ্রমুখ উপস্থিত ছিলেন।