মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালিত

414

Published on ডিসেম্বর 24, 2014
  • Details Image


তোফায়েল আহমেদ বলেন, ব্যর্থতার গ্লানি বইতে না পেরে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কোনোভাবেই তাদের আন্দোলন বরদাশত করা হবে না। আন্দোলনের নামে সহিংসতা বা নৈরাজ্য করতে চাইলে সরকার কঠোর হতে বাধ্য হবে।
আব্দুর রাজ্জাকের স্মৃতি চারণ করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত আব্দুর রাজ্জাক দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আব্দুর রাজ্জাক বেঁচে থাকলে আওয়ামী লীগ আরো শক্তিশালী হতো।
এর আগে প্রয়াত আব্দুর রাজ্জাকের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। এরপর বনানী গোরস্থানের মসজিদে মরহুমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগ।
এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাবেক স্বারষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক উপস্থিত ছিলেন ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত