476
Published on ডিসেম্বর 17, 2014নগরীর কাকরাইলে প্রবাসী কল্যাণ ভবনে এক প্রেস কনফারেন্সে বক্তৃতাকালে মন্ত্রী আরো বলেন, ‘বিশ্ব অর্থনৈতিক মন্দা পুনরুদ্ধার হচ্ছে বলে জনশক্তি রফতানির ব্যাপক প্রবৃদ্ধি প্রত্যাশা করা হচ্ছে এবং এ জন্য প্রতিবছর সাড়ে ৪ লাখ থেকে সাড়ে ৫ লাখ প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকের প্রয়োজন।’
মন্ত্রী বলেন, আগামীকাল সারাদেশে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালন করা হবে। এ দিবস পালন উপলক্ষ্যে আগামীকাল নগরীর মানিক মিয়ার এভিনিউতে সকাল ৮টায় এক বর্ণাঢ্য র্যা লি করবে মন্ত্রণালয়।
তিনি বলেন, বর্তমানে ৯০ লাখ বাংলাদেশী নাগরিক বিদেশে কাজ করছে। এর মধ্যে ২০০৯ সাল থকে ২০১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ১৬০টি দেশে পাঠিয়েছে ২৪ লাখ ৫১ হাজার ৯৩ জনশক্তি।
মোশাররফ বলেন, বিপুলসংখ্যক শ্রমিককে প্রশিক্ষণ দেয়ার জন্য সরকার সারাদেশে ৪৭টি ভোকেশনাল ট্রেনিং সেন্টার এবং ৪টি মেরিন টেকনোলজি ইনস্টিটিউট স্থাপন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রণালয় ৪শ’ উপজেলা পর্যায়ে ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে।
মোশাররফ বলেন, র্যা লির পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে জনশক্তি রফতানির ওপর একটি প্রামাণ্য অনুষ্ঠান দেখানো হবে।
বেলা আড়াইটায় সেখানে সেমিনার এবং বিকাল ৩টায় এ দিবস উপলক্ষে একটি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল সময়ের মধ্যে বাংলাদেশ ৬১ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পেয়েছে। এটা বিএনপি-জামায়াত আমলের চেয়ে ৪৩ দশমিক ৫৪ ভাগ বেশী।
প্রবাসী কল্যাণ সচিব খন্দকার এম ইফতেখার হায়দার এবং সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, অবৈধ ভিসা ব্যবসা ও সংশ্লিষ্ট অপরাধ দমনে সরকার বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন বিধি-২০১৩ বিধি প্রণয়ন করেছে।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)