জাতির জনকের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

406

Published on ডিসেম্বর 16, 2014
  • Details Image

পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে দলের নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে আরো একবার পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চোধুরী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী ৪৮তম বিজয় দিবস উপলক্ষে তাঁর সরকারি বাসভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকেট ও একই মূল্যমানের একটি উদ্বোধনী খাম উন্মোচন করেন।

এছাড়া তিনি ৪৪তম বিজয় দিবস উপলক্ষে ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও উন্মোচন করেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, প্রেস সচিব একেএম শামীম চৌধুরীও বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত