এডিবি’র বাংলাদেশে গৃহায়ন প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ

443

Published on ডিসেম্বর 1, 2014
  • Details Image

সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কারণে অর্জিত সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে, ম্যানিলাভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানটি, তাদের সূচনাকাল হতে এই প্রথমবারের মতো এই খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।

প্রাইভেট সেক্টর এবং কো-ফাইন্যান্স অপারেশন্সের ভাইস প্রেসিডেন্ট লক্ষী ভেঙ্কটাচালাম, তাদের হেড কোয়ার্টারে এ সংক্রান্ত সম্ভাবনাময় প্রকল্পসমূহের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অনুসন্ধানী এক আলোচনায় এই আগ্রহ প্রকাশ করেন।

এই সহায়তা সরকারের বিদ্যমান ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পকে আরো বলশালী করতে ভূমিকা রাখবে।

বর্তমানে, সরকার এই প্রকল্পটি সম্প্রতি স্থাপিত ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ (গ্রামীণ সঞ্চয়ী ব্যাংক) এর মাধ্যমে গ্রামীণ ও সুবিধা-বঞ্চিত মানুষজনকে সহায়তা দিতে কাজ করছে, যার ফলে দেশের মানুষের দারিদ্র্য থেকে মুক্তি দেয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আতিউর রহমান আশা প্রকাশ করেন, “এই প্রকল্প বৃহদাকার পরিসরে বাস্তবায়ন সম্ভব হবে এডিবির সহায়তা পেলে অথবা একই লক্ষ্যে নতুন কোনো প্রকল্পও প্রণয়ন করা যেতে পারে”।

গত ২৩ নভেম্বর গভর্নর ম্যানিলা ভ্রমণ করেন, দরিদ্র জনগণের কল্যাণকল্পে অর্থনীতিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল ২০১৪’ গ্রহণ করতে। তিনি গত বুধবারে এই পুরস্কার গ্রহণ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত