464
Published on নভেম্বর 28, 2014নির্বাচনের চারটি পর্বে মঈন উদ্দিন আহমেদ ফ্রান্স, জার্মানি, ইতালি ও রুমানিয়ার প্রার্থিদের চেয়ে বিশাল ব্যবধানে এগিয়ে ছিলেন। বৃহস্পতিবারের (২৭ নভেম্বর) নির্বাচনের চূড়ান্ত পর্বে রুমানিয়ার প্রার্থীকে ৪৯-৩৭ ভোটে পরাজিত করে তিনি জয় ছিনিয়ে আনেন।
আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থার কার্যপ্রণালী অনুসারে চার পর্বে এ ভোটগ্রহণ সম্পন্ন হয়, যেখানে প্রতিটি পর্বে সর্বনিম্ন ভোট প্রাপ্ত প্রার্থী পরবর্তী পর্ব থেকে বাদ পড়েন। সংস্থাটির ৩৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো উন্নয়নশীল দেশের প্রার্থী মহাপরিচালক হিসেবে নির্বাচিত হলেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত স্যাটেলাইটগুলোর যোগাযোগের নিরাপত্তা নিশ্চিতকরণে ৯৯ সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট সংস্থা (আইএমএসও) কাজ করে থাকে। ১৯৭৯ সালে Inmarsat নামে গঠিত হলেও পরবর্তীতে ১৯৯৮ সালে এটি আইএমএসও হিসেবে নামান্তরিত হয়।