464
Published on নভেম্বর 24, 2014এই উদ্যোগের আওতায় দেশের শীর্ষ নির্বাহী এখন থেকে নিয়মিত স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের সমস্যা ও এলাকার উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী জানান, প্রাথমিকভাবে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক শেষে মাসে অন্তত দু’বার এই ভিডিও কনফারেন্স হবে, পরবর্তীতে প্রতি সপ্তাহেই এর আয়োজন হতে পারে।
প্রধানমন্ত্রী আজ প্রথমবারের মতো সিলেট বিভাগের মৌলভিবাজার জেলা ও রাজশাহী বিভাগের পাবনা জেলার জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে তাদের নিজ নিজ অফিসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন।
তিনি মন্ত্রিসভার বৈঠক শেষে দেশের প্রশাসনের কেন্দ্রস্থল বাংলাদেশ সচিবালয় থেকে ওই কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
আর্থ-সামাজিক উন্নয়নের জন্য গৃহীত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে জানতে সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দেশের শীর্ষ নির্বাহীর সরাসরি কথা বলার এ উদ্যোগ এই প্রথম।
ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন বিষয়ে প্রাথমিক খোঁজ-খবর নেবেন এবং স্থানীয় সরকারের কার্যক্রমে গতি আনতে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘একেই বলে ডিজিটাল বাংলাদেশ’।
তিনি আজ মৌলভিবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ভিডিও কনফারেন্সের উদ্বোধনকালে এ কথা বলেন।
গত জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা মন্ত্রণালয়ের কাজে গতি আনতে বিভিন্ন মন্ত্রণালয় সফর শুরু করেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, এই ভিডিও কনফারেন্সিং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সরকার লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে।
শেখ হাসিনা বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের তদারক ও এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলতে তাঁর কেবিনেট সহকর্মীদের প্রতি আহ্বান জানান।
ভিডিও কনফারেন্সকালে প্রধানমন্ত্রী শাহজালাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ সম্পর্কে খোঁজ-খবর নেন।
তিনি সিলেট পুলিশ কমিশনারের প্রতি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাদের রাজনীতিক ও সামাজিক পরিচয় বিবেচনায় না এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অনুষ্ঠানে রাজশাহী ও সিলেট বিভাগের কমিশনারদ্বয়, ডিসি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং পৌরসভা মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা, বিএনডিসি ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বক্তৃতা করেন।
প্রধানমন্ত্রী কমিউনিটি ক্লিনিক ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর স্বাস্থ্য সেবা সম্পর্কেও খোঁজ-খবর নেন। কমিউনিটি ক্লিনিকগলো কিভাবে কাজ করছে এবং সরকারের বিনা পয়সায় দেয়া ওষুধ জনগণ পাচ্ছে কিনা, সে বিষয়েও তিনি জানতে চান।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)