বাংলাদেশে গ্যাস সাশ্রয়ী সার কারখানা প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেছেন ডেনমার্কের উদ্যোক্তারা

555

Published on নভেম্বর 23, 2014
  • Details Image

হালদর টপসোয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজার্নি এস ক্লাউসেন ও একই কোম্পানির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আলরিক ফেডারস্পিয়েল গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

ডেনমার্কের বিনিয়োগকারীদের সঙ্গে এ সময় বাংলাদেশে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত হান্নে ফুগল এস্কজায়েরও ছিলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করে বলেন, বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ডেনমার্কের উদ্যোক্তারা নতুন গ্যাস সাশ্রয়ী সার কারখানা প্রতিষ্ঠার পাশাপাশি বিদ্যমান সার কারখানাগুলো পুনর্বাসনের ওপর গুরুত্ব আরোপ করেছেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হওয়ায় শিগগিরই দেশে গ্যাস সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন।

শেখ হাসিনা পায়রা সমুদ্র বন্দরে বিনিয়োগের জন্য ডেনমার্কের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। জবাবে তারা সেখানে বিনিয়োগ করতে সম্মত হয়েছেন।

প্রধানমন্ত্রী দেশে কৃষি, শিক্ষা ও জাহাজ নির্মাণ শিল্পেও বিনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এতে উভয় দেশই লাভবান হবে।

ডেনমার্কের উদ্যোক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশের উন্নয়নে ডেনমার্কের চলমান সহায়তার কথা উল্লেখ করে তারা আরও বলেন, কোপেনহেগেন অতীতের মতো আগামীতেও সবসময় ঢাকার উন্নয়ন অংশীদার হিসেবে থাকবে।

উল্লেখ্য, হালদর টপসোয় হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির (কাফকো) অন্যতম অংশীদার প্রতিষ্ঠান।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত