638
Published on অক্টোবর 26, 2014তিনি বলেন, ‘যে দেশে থাকবেন, সেই দেশের আইন মেনে চলতে হবে। সেই দেশের নিয়ম-নীতি অবশ্যই মানতে হবে। এমন কোন কাজ করবেন না, যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়।’
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসে কিছু লোকের জন্য সুনাম নষ্ট হয়েছে। ভবিষ্যতে যাতে সুনাম নষ্ট না হয় তার প্রতি নজর দেয়ার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল আবুধাবির সেন্ট রেগিস হোটেলের বলরুমে প্রবসীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ড. হাবিবুল হক খন্দকার, ইফতেখার হোসেন বাবু, মাহবুবুর রহমান নাছির প্রমুখ।
দেশের জন্য প্রবাসীরা অনেক অবদান রেখে যাচ্ছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চাই, আমাদের দেশের প্রতিটি মানুষ সোনালী মানুষ হোক।’ বিশেষ করে যারা বাইরে আছেন তারা।
বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা আপনাদের অজান্তেই দেশের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নে অবদান রাখছেন।’
প্রবাসীদের দেশে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের (সিআইপি) ঘোষণা দেয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয় নাই বলে নিজের দেয়া চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করছি।’ ‘এতো বড় প্রজেক্টের কাজ নিজেরা করতে পারলে, বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন?’
পরে সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, যুব ও ক্রীড়ামন্ত্রী শেখ নাহিয়ান মুবারাক আল নাহিয়ানের দেয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ছবিঃ ইয়াসিন কবির জয়