420
Published on অক্টোবর 26, 2014সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এলআইসিটি প্রকল্পের মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তি খাতের দ্রুত বিকাশে তিন ধরনের উন্নত ও মানসম্পন্ন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে মোট ৩৪ হাজার দক্ষ মানব সম্পদ গড়ে তোলা হচ্ছে। এতে ৩০ শতাংশ নারীর অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে।
ইতোমধ্যে চালু হওয়া ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচিতে চার হাজার আইটি লিডার তৈরি করা হচ্ছে। চালু হওয়ায় প্রক্রিয়ায় থাকা টপ-আপ (বিশেষায়িত) আইটি প্রশিক্ষণ কর্মসূচিতে ১০ হাজার এবং আইটি সক্ষম সেবা শিল্পের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচিতে ২০ হাজার জনকে আইটিতে দক্ষ করে তোলা হচ্ছে।
বিসিসি’র নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম জানান, সরকার নারীদের আইটিতে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলায় গুরুত্ব দিচ্ছে এবং এলআইসিটি প্রকল্পের অধীনে প্রশিক্ষণে অন্তত ৩০ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর ফলে ১০ হাজারেরও বেশি নারী শ্রম বাজারে প্রবেশের যোগ্যতা অর্জন করবে এবং তারা ক্ষমতায়িত হবে।
এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম জানান, এ বছরের শুরু থেকে চার হাজার আইটি লিডার তৈরির লক্ষ্যে এফটিএফএল কর্মসূচি চালু করা হয়। এতে নারীর অংশগ্রহণ বেশ উৎসাহব্যাঞ্জক। তিনি আশা প্রকাশ করেন, এ কর্মসূচিতে ৩০ শতাংশ নারীকে প্রশিক্ষণ দেয়া সম্ভব হবে।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ছবিঃ এটুআই প্রোগ্রাম