401
Published on অক্টোবর 26, 2014প্রধানমন্ত্রী আজ এখানে তাঁর হোটেল স্যুটে দুবাই পোর্ট ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইয়েমের সঙ্গে এক বৈঠকে এ আমন্ত্রণ জানান। একই সঙ্গে তিনি পোর্ট চেয়ারম্যানকে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও একটি মেরিটাইম ড্রাইভওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়েরও আহ্বান জানান।
বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের বলেন, পায়রা বন্দর ইতোমধ্যে চালু হওয়ায় প্রধানমন্ত্রী ও চেয়ারম্যান এখানে গভীর সমুদ্র বন্দর নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে মিরসরাই পর্যন্ত ১৫০ কিলোমিটার মেরিটাইম ড্রাইভওয়ে নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য পোর্ট ওয়ার্ল্ড চেয়ারম্যানকে অনুরোধ জানান।
বৈঠকে বাংলাদেশে বিশেষ করে অবকাঠামোর উন্নয়নে বিভিন্ন প্রকল্পে দুবাই পোর্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বৈঠকে ভারত ও মায়ানমারের সঙ্গে সমুদ্রসীমা সম্পর্কিত বিরোধ নিষ্পত্তির পর সমৃদ্ধ এই সমুদ্র এলাকায় ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন।
বাংলাদেশের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে আহমেদ বিন সুলাইমান বলেন, তারা সাধারণত একটি সমুদ্র বন্দরকে টেকসই করতে এর সন্নিকটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করেন। তিনি এলক্ষ্যে শিগগির তার বন্দর কর্তৃপক্ষের পক্ষে একটি প্রতিনিধি দল প্রেরণে সম্মত হন।
প্রধানমন্ত্রী গভীর সমুদ্র বন্দরের কাছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চিন্তা-ভাবনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশে একটি বড় ধরনের বিমানবন্দর নির্মাণে আর একটি সম্ভাবনা যাচাইয়ের জন্য দুবাই পোর্ট ওয়ার্ল্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর এবং আওয়ামী লীগ সভাপতির মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এম আবুল কালাম আজাদ ও একেএম শামীম চৌধুরী এসময় উপস্থিত ছিলেন।
-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ছবিঃ ইয়াসিন কবির জয়