জরীপে প্রকাশ সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশি উন্নততর অর্থনৈতিক ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী

513

Published on অক্টোবর 15, 2014
  • Details Image

জরীপের উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারি বাংলাদেশকে তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অনেক দেশের তুলনায়ই এগিয়ে রেখেছে, এবছরের ১৭ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত পরিচালিত এ জরীপে জানা গেছে, এতে ৪৪টি দেশের ৪৮,৬৪৩ জনের অংশগ্রহণ ছিল। বাংলাদেশে এই সংস্থাটি ১০০০ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মুখোমুখি সাক্ষাৎকার গ্রহণ করেছে ১৪ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত সময়ে।

যদিও বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে বেশ সন্তুষ্ট, কিন্তু জরীপে অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যাপারে বেশিরভাগ উন্নত দেশের জনগণই হতাশা ব্যক্ত করেছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

পরবর্তী প্রজন্মের জন্য প্রবল আশাবাদ
উত্তরদাতাদের গরিষ্ঠসংখ্যক অর্থাৎ ৭১ শতাংশ মনে করেন বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এখন স্বাধীনতার পরের যেকোনো সময়ের চাইতে ভাল, যা আওয়ামী লীগ সরকারের নীতিগত উদ্যোগের ফলে অর্জিত সাফল্য প্রচারেরই প্রতিফলন।

আওয়ামী লীগ সরকার ব্যাপক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে যার ফলে দেশের প্রবৃদ্ধি গত ছয় বছরে প্রায় ছয় শতাংশ উপভোগ করে চলেছে।

বাংলাদেশে থাকা বেশিরভাগ বাংলাদেশিই মনে করেন তাদের সন্তানেরা দেশে থাকলেই উন্নততর জীবনযাপন করতে পারবে।

রিপোর্টে এসেছে ৭১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন তরুণরা বাংলাদেশে থেকে গেলেই ভালো জীবন যাপন করতে পারবে।

এক মাস আগেই গবেষণা কেন্দ্রটি একটি জরীপ প্রকাশ করেছিল যেখানে ৭১ শতাংশ বাংলাদেশি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুষ্ট আর ৬৬ শতাংশ আশা প্রকাশ করেছেন আগামী ১২ মাসের মধ্যেই অর্থনৈতিক পরিস্থিতির আরো উন্নতি সাধিত হবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত