483
Published on অক্টোবর 14, 2014তিনি বলেন, ‘স্যানিটেশন কার্যক্রমে শত ভাগ সাফল্য আনতে জাতীয় পর্যায়ে বাস্তবমুখী বিভিন্ন কৌশলপত্র ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে যা আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে। সচেতনতামূলক বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অনিরাপদ পানি ও অস্বাস্থ্যকর স্যানিটেশনজনিত রোগের প্রাদুর্ভাব উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। যা শিশুমৃত্যু হার কমাতে সহায়ক ভূমিকা পালন করেছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর ২০১৪’ ও ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৪’ উদ্যাপন উপলক্ষে দেয়া এক বাণীতে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, স্যানিটেশনের গুরুত্ব উপলব্ধি করে জাতিসংঘ স্যানিটেশনকে মানুষের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে। হাত ধোয়ার প্রয়োজনীয়তা অনুধাবন করে আন্তর্জাতিকভাবে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হচ্ছে। প্রতিবছর স্যানিটেশন মাস অক্টোবরে সরকার বিশেষায়িত কর্মকা-ের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টি করতে দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ খাতে বিগত সময়ে তার সরকার নানামুখী উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করেছে।
শেখ হাসিনা বলেন, ‘আমাদের সময়োপযোগী পদক্ষেপের ফলে স্যানিটেশন আজ একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।’ এ আন্দোলনকে আরও বেগবান করতে সরকারের পাশাপাশি তিনি সকল বেসরকারি প্রতিষ্ঠান, দাতাসংস্থা, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী‘জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর ২০১৪ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৪- এর সার্বিক সাফল্য কামনা করেন।
-বাংলাদেশ সংবাদ সংস্থা
ছবিঃ সংগৃহীত