রাজধানীর উপকন্ঠে স্বতন্ত্র শহর গড়ে তুলতে আগ্রহী সিঙ্গাপুর

458

Published on অক্টোবর 14, 2014
  • Details Image

সফররত সিঙ্গাপুরের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী জুলকিফিলি মাসাগস বলেন, ‘আমাদের বিনিয়োগকারীরা রাজধানী ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধাসহ একটি স্বতন্ত্র শহর গড়তে খুবই আগ্রহী। বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগে এই শহর নির্মাণ করা যেতে পারে।’

আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সিঙ্গাপুরের মন্ত্রী এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফকালে বলেন, জুলকিফিলি মাসাগস প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, সিঙ্গাপুরের উদ্যোক্তারা বাংলাদেশে একটি বিদ্যুৎ কেন্দ্রও স্থাপনে আগ্রহী।

প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের জন্য একটি এক্সক্লুসিভ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় চট্টগ্রামের মিরেরসরাইতে জমি বরাদ্দ দিতে প্রস্তুত রয়েছে।

শেখ হাসিনা বাংলাদেশের আরো উন্নয়নে তরুণ প্রজন্মকে পর্যটন এবং অন্যান্য বিশেষায়িত খাতে প্রশিক্ষিত করতে সিঙ্গাপুর সরকারের সহায়তা আশা করেন। এ প্রসঙ্গে তিনি পর্যটনকেন্দ্রিক একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য সিঙ্গাপুরের সহায়তা আহ্বান জানান।

এ দেশের উন্নয়নে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই প্রয়োজন এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন যে, পারস্পরিক স্বার্থে দু’দেশের মধ্যকার বন্ধন অধিকতর শক্তিশালী হবে।

তিনি বলেন, সিঙ্গাপুরের উদ্যোক্তারা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বিগত ৬ বছর ধরে বাংলাদেশ ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এবং দেশে বর্তমান বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ ও গণতন্ত্রের ধারাবাহিকতার জন্য এই অর্জন সম্ভব হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং সিঙ্গাপুরের হাইকমিশনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত