448
Published on অক্টোবর 14, 2014গত বৃহস্পতিবার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সভাপতিপদে জয়ী হয় বাংলাদেশ। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী তিন ভোটে ক্যামেরুনের প্রার্থীকে হারিয়ে আগামী তিন বছরের জন্য এই পদে নির্বাচিত হয়েছেন।
এই জয়ের রেশ থাকতে থাকতেই ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। ১৬ অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউর নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট গ্রহণ। জাতীয় সংসদের সরকারি দলের সদস্য সাবের হোসেন চৌধুরী এই পদের প্রার্থী।
এর এক সপ্তাহের মধ্যেই জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্যপদের জন্য লড়বে বাংলাদেশ। ২১ অক্টোবর জাতিসংঘ সদর দফতরে হবে এই নির্বাচন।
আর তথ্য-প্রযুক্তি বিষয়ে জাতিসংঘ অ্যাফিলিয়েটেড অপর আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন-আইটিইউ’র কাউন্সিলে সদস্য দেশ হিসেবে লড়ছে বাংলাদেশ। আইটিইউ প্রি-পোটেনশিয়ারি কনফারেন্সে এই নির্বাচন সম্পন্ন হবে। দক্ষিণ কোরিয়ার বুসানে ২০ অক্টোবর শুরু হয়ে এই কনফারেন্স ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
গত কয়েকমাস ধরেই আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ ফোরামগুলোতে বাংলাদেশের নেতৃত্ব প্রতিষ্ঠায় ক’টনীতিক পর্যায়ে ক্যাম্পেইন চালিয়ে আসছে বাংলাদেশ। সিপিএ’র সভাপতির পদ লাভ বাংলাদেশের জন্য একটি বড় অর্জন বলেই মনে করে সরকার। অন্য নির্বাচন গুলোতেও একইভাবে জয়ের জন্য আশাবাদী সংশ্লিষ্টরা।
এ নিয়ে বাংলানিউজের কথা হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে। তিনি জানান, গত কয়েক মাস ধরেই এ ব্যাপারে প্রয়োজনীয় ক্যাম্পেইন ও ক’টনৈতিক যোগাযোগ চলছে। আশা করি সবকটি ফোরামেই বাংলাদেশ জয়ী হবে।
বিশ্বের বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন আইপিইউ‘র সদস্য পদ পাওয়া বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হবে বলেই মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শাহরিয়ার আলম জানান, ক্যাম্পেইনের কারণে এবারের ঈদটিও তার কেটেছে দেশের বাইরে। পশ্চিম আফ্রিকার বেনিনে অবস্থান করে ক্যাম্পেইন চালিয়েছেন। এর আগে সেপ্টেম্বরের গোড়ার দিকে দ্বীপরাষ্ট্র সামোয়ায় জাতিসংঘের একটি শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে অন্তত ৩৮টি দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সময়েও নিয়মিত কর্মসূচির বাইরে তার বেশিরভাগ সময় কেটেছে এসব নির্বাচন সংক্রান্ত ক্যাম্পেইনে।
শাহরিয়ার আলম বলেন, সিপিএ’র সভাপতিপদ পাওয়ায় আমাদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে। আশা করি আইপিইউ, এইচআরসি এবং আইটিইউ তিনটি লড়াইয়েই আমরা জয়ী হতে পারবো।
১২ থেকে ১৬ অক্টোবর জেনেভায় আইপিইউর ১৩১তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের শেষ দিনেই হবে প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইন্দোনেশিয়ার সংসদ সদস্য নুর হায়াতি আলী আসিগাফ, অস্ট্রেলীয় আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ ও মালদ্বীপের আইনসভার সাবেক স্পিকার আবদুল্লাহ শহীদ। বর্তমানে এই সংস্থার প্রেসিডেন্ট মরক্কোর আইনসভার স্পিকার আবদেল ওয়াহাদ রাদি।
বিশ্বের ১৪১টি দেশের বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা সম্মেলনে অংশ নিচ্ছেন ভোট দেবেন। ১৮৮৯ সালে আইপিইউ’র যাত্রা শুরু হয়।
২১ অক্টোবর রয়েছে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক ফোরামে অপর গুরুত্বপূর্ণ লড়াই। জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলের সদস্যপদের জন্য লড়বে বাংলাদেশ। জাতিসংঘের ১৯৩ সদস্যের সকলেই এর ভোটার। এই নির্বাচনে এশিয়া-প্যাসিফিক থেকে চারটি দেশ সদস্য হচ্ছে। প্রার্থী রয়েছে পাঁচটি দেশ। ভারত, কাতার, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও বাংলাদেশ।
এই নির্বাচন নিয়েও ব্যস্ততায় সময় কাটাচ্ছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। সেখানে স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন বাংলানিউজকে বলেন, ব্যাপকভিত্তিক ক্যাম্পেইন চালাচ্ছি। হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে হচ্ছে। তবে বাংলাদেশ জয়ের ব্যাপারে আশাবাদী।
ড. মোমেন আরও বলেন, এই নির্বাচনে বাংলাদেশকে জয়ী হতে হলে মোট ১২৮টি দেশের ভোট পেতে হবে। ভোট পাওয়ার জন্য প্রতিটি দেশের মিশনে মিশনে ক্যাম্পেইন চলছে। প্রার্থী-দেশগুলো মধ্যাহ্নভোজ, নৈশভোজ দিয়ে জনসংযোগ করছে। বাংলাদেশও ক্যাম্পেইন অব্যাহত রেখেছে।
শাহরিয়ার আলম জানান, ১৬ অক্টোবর নিউইয়র্কে বাংলাদেশের পক্ষ থেকেও একটি রিসেপশনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিজে উপস্থিত থেকে এই কর্মসূচির মধ্য দিয়ে ব্যাপকভিত্তিক ক্যাম্পেইন চালাবেন বলে জানান তিনি।
একই ধরনের একটি রিসেপশন আয়োজন করা হচ্ছে বুসানেও। আইটিইউ’র সদস্য পদ পেতে সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের ডাকা হয়েছে ওই রিসেপশনে। ২৪ অক্টোবর সেখানেও উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩ দেশের বাইরেও বেসরকারি খাতের বিভিন্ন সংগঠন, গবেষণা ও শিক্ষার প্রতিষ্ঠানের ৮৪০ জন সদস্য আইটিইউ’র ভোটাভুটিতে অংশ নেবে। বাংলাদেশ এই নির্বাচনে এশিয়া-অঞ্চলের কাউন্সিল মেম্বার স্টেট হিসেবে লড়বে। এই অঞ্চলে ১৩ আসনের জন্য লড়ছে ১৮টি দেশ।
এই লড়াইয়েও বাংলাদেশ জয়ের ব্যাপারে আশাবাদী। শাহরিয়ার আলম বলেন, আমরা দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছি। আশা করি তারা আমাদের ভোট দেবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। সার্বক্ষণিক নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা মেনে আমরা কাজ করে যাচ্ছি। সিপিএতে সুফল পেয়েছি। আশাকরি অন্য ফোরামগুলোতেও সুফল পাবো।
ক্যামেরুনের রাজধানী ইয়াউনদে-তে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ)৬০তম সম্মেলনে সরাসরি ভোটে প্রথম বাংলাদেশি হিসেবে চেয়ারপার্সন নির্বাচিত হন শিরীন শারমিন চৌধুরী।
মর্যাদাপূর্ণ এই পদে বাংলাদেশের জাতীয় সংসদের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইম্যান আইল্যান্ডস’র লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার জুলিয়ানা ও’ কনর-কনোলি।
পরবর্তী তিন বছরের জন্য সিপিএ চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন শিরীন শারমিন। তিনি ৭০ ভোট পান, তার প্রতিদ্বন্দ্বী পান ৬৭ ভোট। এই নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের ১৭৫টি পার্লামেন্টের ৩২১ জন ভোটার ছিলেন। বাংলাদেশ পার্লামেন্ট ১৯৭৩ সাল থেকে আন্তর্জাতিক এই ফোরামের সদস্য।
এর আগে গত এপ্রিলে আগামী তিন বছরের (২০১৫-২০১৭) জন্য ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়। গত ২৩ এপ্রিল জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর সম্মতিতে বাংলাদেশ ২০১৫-২০১৭ এই তিন বছরের জন্য ইউনিসেফ নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়।
মে মাসে এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে আস্থা বৃদ্ধি ও সংলাপবিষয়ক সংস্থা সিকার (কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়া) পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশ। গত ২০ মে চীনের সাংহাইয়ে বাংলাদেশের সিকার সদস্যপদ গ্রহণ সংক্রান্ত নথিতে সই করে বাংলাদেশ।
জুনে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) পরিচালনা পর্ষদের ডেপুটি মেম্বার নির্বাচিত হয়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদে বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে। মোট ২৩৪ ভোট পেয়ে এ পদে নির্বাচিত হয় বাংলাদেশ।
এ মাসেই জাতিসংঘের নারীর বিরুদ্ধে বৈষম্য দূরীকরণ কমিটির (সিইডিএডব্লিউ) সদস্য হয় বাংলাদেশ। ১৪৩ ভোট পেয়ে পঞ্চম হয়ে চার বছরের জন্য নির্বাচিত হন ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমত জাহান। এর আগে ২০১১-২০১৪ মেয়াদেও এই কমিটির সদস্য ছিলেন তিনি।
এছাড়া জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনকে সাউথ সাউথ কো-অপারেশন ব্যুরোর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। সাউথ সাউথ কো-অপারেশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাকে আগামী দুই বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
ড. মোমেন জানান, জাতিসংঘের চল্লিশটিরও বেশি কমিটিতে সক্রিয় রয়েছে বাংলাদেশ।
-বাংলা নিউজ