এডিবি অবকাঠামোর জন্য ঋণ দেবে ৪৯২ মিলিয়ন ডলার

538

Published on অক্টোবর 12, 2014
  • Details Image


তাদের সাম্প্রতিক কান্ট্রি অপারেশনস বিজনেস প্লানের অধীনে, এডিবি তিনটি প্রকল্পে অর্থায়ন করবে: দোহাজারী-কক্সবাজার রেলওয়ে সংযোগের জন্য ২১৭ মিলিয়ন মার্কিন ডলার, দ্বিতীয় বাংলাদেশ-ভারত বৈদ্যুতিক গ্রিডের আন্তসংযোগে ১০৫ মিলিয়ন মার্কিন ডলার এবং সড়ক ও বাণিজ্য সহায়তার জন্য ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশ ব্যাপক সুবিধা পাবে। তদুপরি, এই প্রকল্পগুলো আওয়ামী লীগ সরকারের দেশকে একটি মধ্য আয়ের দেশে রূপায়নের প্রচেষ্টায়ও উদ্দীপনা জোগাবে।
ম্যানিলা-ভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানটি অবকাঠামো প্রকল্পগুলোতে অর্থায়ন করতে যাচ্ছে দক্ষিণ এশিয় উপ-আঞ্চলিক সহযোগিতা (Sasec) প্রকল্পের আওতায়।
এছাড়াও এডিবির কর্তাব্যক্তিরা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কর্তৃক বিমসটেক তথা বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর হেডকোয়ার্টার ঢাকায় স্থাপন করার ব্যাপারে প্রশংসা করেছেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত