563
Published on অক্টোবর 2, 2014বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ফাইল ছবি ফাইল ছবি ঢাকা পৌঁছানোর আগে সিলেটে এক ঘণ্টার যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। তারই ফাঁকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অল্প সময়ের এক বৈঠকেও অংশ নেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পৌঁছান শেখ হাসিনা। গত ২৯ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে লন্ডনে যান তিনি।
১০ দিনের এই সফরে ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন শেখ হাসিনা। সুষম উন্নয়নের পূর্বশর্ত হিসেবে শান্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তা বজায় রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ওই দিনই নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার প্রথম বৈঠক হয়। ওই বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তির পাশাপাশি স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নে জোর দেন শেখ হাসিনা।
এছাড়া বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
-বিডিনিউজ২৪
ছবিঃ ফাইল ফটো