552
Published on অক্টোবর 1, 2014২ সপ্তাহ বাংলাদেশের সফর শেষে মিশনপ্রধান ও আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের উপপ্রধান এক বিবৃতিতে এ কথা বলেছেন।
মঙ্গলবার রাতে বিবৃতিটি ওয়াশিংটন থেকে আইএমএফের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০১২ সালের এপ্রিলে আইএমএফ প্রায় ১শ’ কোটি ডলার সম্প্রসারিত ঋণ (ইসিএফ) অনুমোদন করে। এরইমধ্যে এ ঋণের ৫ কিস্তি অর্থ ছাড় শেষ হয়েছে। ঋণের ৬ষ্ঠ কিস্তির প্রায় ১৪ কোটি ডলার ছাড় করার আগে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করতে গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় আসে আইএমএফের ওই মিশন। মিশনের প্রতিবেদনের ভিত্তিতে আইএমএফ ৬ষ্ঠ কিস্তি ঋণ ছাড় করবে।