476
Published on সেপ্টেম্বর 28, 2014
"বিশ্ব শান্তি এবং নিরাপত্তায় আপনার ভূমিকা প্রশংসার দাবীদার", জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদের ৪০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের তারিফ করে বান কি-মুন বলেন বাংলাদেশ সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
"আমি আশা করছি যে, বাংলাদেশে উন্নয়নের ধারাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে," তিনি বলেন।
"বাংলাদেশ এর জনগণকে আমার অভিনন্দন মিশ্রিত শ্রদ্ধা জানাই, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন খাতে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের অর্জনের জন্য" তিনি বলেন।
মুন বলেন বাংলাদেশ তার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বপ্নের "সোনার বাংলা" প্রতিষ্ঠা করতে বেশ সফলতা অর্জন করতে পেরেছে।
"বাংলাদেশের যে চিত্র আমরা দেখেছি ২০০৮ সালে তা ২০১১ তে এসে পুরোপুরি পাল্টে গেছে। এই সময়ের বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন অর্জন করেছে," তিনি বলেন।
জাতিসংঘের মহাসচিব জাতিসংঘ সনদের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারাবদ্ধতার এবং সেই সাথে জাতিসংঘের বিভিন্ন শান্তি মিশনে অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।
মুন বাংলাদেশের বিশ্ব অঙ্গনে সদস্যপদের ৪০ বছর পূর্তীর অনুষ্ঠানে যোগ দিতে পেরে আনন্দিত বল ব্যক্ত করেছেন।