কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

541

Published on সেপ্টেম্বর 26, 2014
  • Details Image


জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে সিএইচওজিএম চেয়ারপার্সন শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে সভাপতিত্ব করেন।
বৈঠকের পর পররাষ্ট্র সচিব শহিদুল হক সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, সিএইচওজিএম নেতৃবৃন্দ সংস্থার কর্মকা- আরো জোরদার ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনটি প্রস্তাব দেন। এর মধ্যে রয়েছে- কমনওয়েলথ সম্মেলন নামে সিএইচওজিএম সম্মেলনের নতুন নামকরণ করা, সম্মেলনের সময়সীমা তিনদিন থেকে দুই দিন করা এবং যৌথ ইশতেহার আরো স্পষ্ট, কার্যকর ও সময়োপযোগী করা। পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে কয়েকটি প্রস্তাব গৃহীত হয়েছে।
এদিকে কমনওয়েলথ নেতৃবৃন্দ ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা নিয়ে একটি কমনওয়েলথ বিবৃতির বিষয়েও আলোচনা করেন। তারা ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডার বিষয়ে কমনওয়েলথের অবস্থান এবং এজেন্ডা বাস্তবায়ন ও এর সক্ষমতা গঠনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ব্যাপারেও আলোচনা করেন।
-বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত