ডিজিটাল বাংলাদেশঃ জনগণের দোরগোড়ায় ২৫টি মোবাইল অ্যাপ্লিকেশন

467

Published on সেপ্টেম্বর 24, 2014
  • Details Image

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক নতুন ২৫টি অ্যাপসের উদ্বোধন করেন।

উদ্বোধন করা ২৫টি অ্যাপ্লিকেশন হচ্ছে তথ্য অধিকার আইন, ড্রাইভিং লাইসেন্স, বিএইচবিএফসি লোন ক্যালকুলেটর, নজরুল গীতি, ঢাকা চিড়িয়াখানা, সরকারি সেবা, কপিরাইট আইন, আর্কিওলজি অব বাংলাদেশ, পাবলিক লাইব্রেরি, টেক্সটাইল ক্যালকুলেটর, প্রাইজ বন্ড, ই-জয়ীতা, এফডিসি, বাংলাদেশ জাদুঘর, অফিসের ব্যায়াম, ৭২’র সংবিধান, নদ-নদী তথ্য, হাসপাতাল ফাইন্ডার, মাদকদ্রব্য ও কিশোর অপরাধ, ইমিউনাইজেশন ‍অ্যালার্ট, ইনসেক্ট কন্ট্রোল অব ক্রপ, রুফ গার্ডেনিং, ভাসমান পদ্ধতিতে সবজি ও মসলা চাষ।

গুগল প্লেস্টোর এবং স্ব স্ব মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব অ্যাপ পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ ফারুক, বেসিসের সিনিয়র সভাপতি রাসেল টি আহমদ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সমিতির সভাপতি আবু হানিফ মো. মাহফুজুল আরিফ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব শ্যাম সুন্দর শিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ‘ন্যাশনাল মোবাইল অ্যাপ ডেভলপমেন্ট অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের ওপর বিস্তারিত আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশে ১১ কোটি মানুষ মোবাইল ব্যবহার করেন বলে কর্মসূচীর মাধ্যমে তুলে ধরা হয়।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত