নারী উন্নয়ন ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন কমনওয়েলথ মহাসচিব

441

Published on সেপ্টেম্বর 25, 2014
  • Details Image

 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করেন।
তিনি বলেন, কমলেশ শর্মা কমনওয়েলথের নীতি ও কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ।
কমনওয়েলথ মহাসচিব জাতিসংঘের সদরদপ্তরে আগামীকালের সিএইচওজিএম বৈঠকের ব্যাপারেও প্রধানমন্ত্রীকে জানান।

শিক্ষার উন্নয়নে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেন। তিনি বলেন, সরকার মেয়েদের শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত অবৈতনিক করেছে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কমনওয়েলথ মহাসচিব আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফর করবেন।
-বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত