বাংলাদেশের পোশাক খাতের উন্নয়নে ১.৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগে আগ্রহী বেলারুশ

431

Published on সেপ্টেম্বর 24, 2014
  • Details Image

আজ সকালে জাতিসংঘ সদর দফতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল ভি মিয়াসনিকোবিচ এ আগ্রহ প্রকাশ করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, বেলারুশের প্রধানমন্ত্রী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

মিয়াসনিকোবিচ বাংলাদেশ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তাঁর সরকারের সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বিশ্বের অন্যতম পটাশ উৎপাদনকারী দেশ হিসেবে বেলারুশ তা বাংলাদেশে রফতানি করতে চায়। তিনি বাংলাদেশ থেকে বিশ্বমানের ওষুধসামগ্রী আমদানিরও আগ্রহ প্রকাশ করেন।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা ও মিনস্কের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামী বছরগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি দু’দেশের বেসরকারি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত