আয়কর মেলা-২০১৪তে কর আদায়ের রেকর্ড

482

Published on সেপ্টেম্বর 22, 2014
  • Details Image

সোমবার সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাব টেনিস মাঠে মেলার সমাপনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে আটটি বিভাগীয় শহরে সাতদিন, ৫৪টি জেলা শহরে চারদিন ও তিনটি পার্বত্য জেলায় দুইদিন করে মেলা হয়। সোমবার সাতটি বিভাগীয় শহর ছাড়াও ৭টি জেলা শহরে মেলা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী মেলার সাতদিনে সেবা গ্রহণ করেছেন ৬ লাখ ৪৯ হাজার ১৮৫ জন করদাতা। গত বছরের চেয়ে ১ লাখ ৩৯ হাজার ৪০ জন করদাতা বেশি সেবা পেয়েছেন।

এছাড়া আয়কর রিটার্ন দাখিল করেছেন ১ লাখ ৪৯ হাজার ৩০৯ জন। যা গতবছরের চেয়ে ১৭ হাজার ২৯২ জন বেশি। নতুন নিবন্ধন নিয়েছেন (ই-টিআইএন রেজিস্ট্রেশন) ১৫ হাজার ৯০৭ জন করদাতা যা গতবছরের চেয়ে ২ হাজার ৯ হাজার ৯৭৯ জন বেশি। পুন:নিবন্ধন করেছেন ১০ হাজার ৮৩৮ জন।

করদাতাদের কথা মাথায় রেখে তাদের অনলাইনে আইডেন্টিফিকেশন নম্বর প্রাপ্তিতে সহযোগিতা প্রদান, করগ্রাহকদের সহযোগিতায় আয়কর রিটার্ণের ফর্ম পূরণ, রিটার্ণ জমাদান এবং কর অফিসে না গিয়েই কর প্রদান ইত্যাদি সুযোগ-সুবিধা দেওয়ার উদ্দেশ্যে ২০১০ সালে জাতীয় রাজস্ব বোর্ড এই আয়কর মেলা চালু করে।

ছবিঃ দ্য ডেইলি স্টার

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত