বিশ্বে ২৬তম আউটসোর্সিং গন্তব্য বাংলাদেশঃ এটিকার্নি’র জরিপে প্রকাশ

495

Published on সেপ্টেম্বর 20, 2014

এটিকার্নি মূলত একটি স্ট্রাটেজিক এবং টপ লেভেল ম্যানেজমেন্ট ফোকাসড শীর্ষ গ্লোবাল কনসাল্টিং ফার্ম। প্রতি বছর প্রতিষ্ঠানটি গ্লোবাল সার্ভিস লোকেশন ইনডেক্স প্রকাশ করে। সার্ভিস আউটসোর্সিং এবং ব্যাক অফিস সার্ভিসের লোকেশন পছন্দ করার জন্য ইনডেক্সটিকে বিশ্বব্যাপী খুবই গুরুত্বের সঙ্গে দেখা হয়।

আইটি আউটসোর্সিং, ব্যাক অফিস বা অফশোরিংয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ ৫০টি দেশের এ সূচকে বাংলাদেশ ২৬তম অবস্থানে রয়েছে। এতে প্রথম ১০টি দেশ হল ভারত, চীন, মালয়েশিয়া, মেক্সিকো, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রাজিল, বুলগেরিয়া ও মিশর। অন্যদিকে তথ্যপ্রযুক্তি ব্যবসা সংশ্লিষ্ট খরচ সাশ্রয়ের দিকে থেকে প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

চলতি বছর এ সূচকের ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, প্রচলিত আউটসোর্সিং এখনও ছোট আকারে হলেও অনলাইন ফ্রিল্যান্স কাজের জন্য এটি বিশাল একটি হাবে পরিণত হয়েছে। ভারত এবং ফিলিপাইনের পরেই এটি ওডেস্কে ফ্রিল্যান্স কাজের শীর্ষস্থান অর্জন করেছে। খুব দ্রুতই এখানে ব্যবসায়িক নানান উদ্যোগও দেখা যাচ্ছে।

গ্লোবাল সার্ভিসেস লোকেশন ইনডেক্সে বাংলাদেশের এ প্রথম অন্তর্ভূক্ত হবার তথ্য জানিয়ে সংবাদ সম্মেলনে তথ্যপ্রযুক্তি ও যোগাযাগ বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এটি বাংলাদেশের জন্য আরেকটি মাইলফলক। এটিকার্নি সূচকে অর্ন্তভূক্তি হওয়ার বিষয়টি বিদেশি বিনেয়োগকারীদের এ দেশে ব্যবসা করতে আসতে উৎসাহ যোগাবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত