শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

444

Published on সেপ্টেম্বর 20, 2014
  • Details Image

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলা আয়োজনের মাধ্যমে দেশে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ৪৩তম জাতীয় গ্রীস্ম ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন।

সফল প্রতিযোগিতা আয়োজনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রতিযোগিতা মেধাবী খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে যারা বিশ্ব রেকর্ড সৃষ্টিসহ একদিন দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া এতে শিক্ষা বিষয়ক উপমন্ত্রী আরিফ খান এবং এ মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী সামিনা চৌধুরী থিম সঙ্গীত পরিবেশন করেন। এ সময় প্রচুরসংখ্যক স্কুল ও কলেজের শিক্ষার্থী দ্বারা গ্যালারি পূর্ণ ছিল। তারা আজ সকালের প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়।

প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন, সরকার শিক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলাধূলা আয়োজনের উপরও গুরুত্বারোপ করেছে।

তিনি বলেন, সরকার তরুণ-তরুণীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুন্দরেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি স্কুল ও কলেজগুলোতে নিয়মিতই এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত