যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবং একযোগে কাজ করে যাবে : বারাক ওবামা

482

Published on সেপ্টেম্বর 19, 2014
  • Details Image

 

মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসের ওভাল অফিসে গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ন’টায়) বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মদ জিয়াউদ্দিনের পরিচয়পত্র গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় বারাক ওবামা নবনিযুক্ত রাষ্ট্রদূতকে তাঁর দায়িত্ব পালনকালে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘সর্বোচ্চ পর্যায়ের’ বলে উল্লেখ করে রাষ্ট্রদূত জিয়াউদ্দিন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার পথের একজন ‘পরীক্ষিত, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে চিহ্নিত করেন।

ওবামা প্রশাসনের চারটি গ্লোবাল ইনিশিয়েটিভ যথা- ‘ফিড দ্য ফিউচার, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য এবং মুসলিম বিশ্বের সাথে এনগেজমেন্ট’এর সবকটিতে বাংলাদেশকে যুক্ত করায় তিনি প্রেসিডেন্ট ওবামার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ওবামাকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশ ভ্রমনের জন্য তাঁদের আমন্ত্রণপত্রও প্রেসিডেন্টের নিকট পৌঁছে দেন।

এ সময় রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে সন্ত্রাস দমন ও সব ধরণের জঙ্গিবাদ নিয়ন্ত্রণে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সমর্থনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অত্যন্ত গভীরভাবে মুল্যায়ন করে থাকে।

এর আগে সকাল নয়টায় চিফ অফ প্রটোকল’এর প্রতিনিধিগণ রাষ্ট্রদূত ও তাঁর পরিবারের সদস্যদের তাঁর বাসভবন থেকে নিরাপত্তা সহকারে হোয়াইট হাউসে নিয়ে যান।

-বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত