586
Published on সেপ্টেম্বর 20, 2014এই ৪ দশমিক ৭ মিলিয়ন ডলার প্রকল্পটি হলো সুষম ও টেকসই পরিকল্পনা প্রকল্প (SSIP), যার মেয়াদ হবে ৩ বছর এবং প্রধান উদ্দেশ্য থাকবে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করা।
এই প্রকল্পের মাধ্যমে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি শাখা (GED), অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।
এই প্রকল্পে The United Nations Development Programme (UNDP) সহায়তা দেবে ২ দশমিক ২ মিলিয়ন ডলার, UN Department of Economic and Social Affairs সহায়তা দেবে দশমিক ৩ মিলিয়ন ডলার এবং UN Poverty and Environment Initiative সহায়তা দেবে দশমিক ২ মিলিয়ন ডলার।