বাংলাদেশ ব্যাংক, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ২০১৫ এর মধ্যে ই-টেন্ডার চালুর নির্দেশ জারি করেছে

605

Published on সেপ্টেম্বর 20, 2014
  • Details Image

বাংলাদেশ ব্যাংক তাদের একটি সার্কুলারে এই নির্দেশনা দিয়েছে যা তাদের গ্রিন ব্যাংকিং চালুর পথকে সম্প্রসারিত করবে আর এর ফলে ব্যাংক এবং ব্যাংক ব্যাতীত অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি পরিবেশবান্ধব আন্তঃব্যবস্থাপনার সুযোগ ঘটবে যার ফলে আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকারিতা নিশ্চিত হবে।

সার্কুলারে বলা হয়েছে, ই-টেন্ডারগুলো ওয়েবভিত্তিক হতে হবে যা তাদের নিজেদের ওয়েবসাইটের মাধ্যমে যুক্ত থাকবে।
বাংলাদেশ ব্যাংক এই ই-টেন্ডার বিগত মে-২০১০ থেকেই চালূ করেছিল তাদের সংগ্রহের প্রক্রিয়ার জন্য। ই-টেন্ডার হলে, স্থানীয় এবং আন্তর্জাতিক বিডাররাও নিলামে অংশগ্রহন করতে পারবে, আর তা কাগজভিত্তিক টেন্ডার প্রক্রিয়ার নানান বহিস্থ প্রভাব মুক্ত থাকবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত