452
Published on সেপ্টেম্বর 19, 2014বৃহস্পতিবার রাতে তুরাগের আশুলিয়া ল্যান্ডিং স্টেশন পার্কিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান।
গ্রেপ্তার অন্যরা হলেন- মো. নাঈম আলী (২৮), মো. সিকান্দার আলী ওরফে নকি (২৫), মাহমুদ ইবনে বাশার (২৩), মো. মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমদ (২৪)।
তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির জন্য ব্যবহৃত ১০ কেজি জেলমিশ্রিত রাসায়নিক, চারটি পিতলের মূর্তি, জেএমবির প্রচারপত্র ও বই উদ্ধার করা হয় বলে মনিরুল জানান।
তিনি বলেন, বর্তমানে কারাবন্দী মাওলানা সাইদুর রহমানের অবর্তমানে জেএমবির নেতৃত্ব দিচ্ছিলেন ২৯ বছর বয়সী তাসনিম। গাজীপুরে আদালতে বোমা হামলার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল আল সোহেলের ভাই তিনি।
মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম বলেন, “ভিভিআইপি, ভিআইপিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল জেএমবি সদস্যদের।”
ডিবি পুলিশের হাতে গ্রেফতার নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যের বিরুদ্ধে আলাদা দুই মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলা দু’টিতে ঢাকার সিএমএম আদালতে এ রিমান্ড মঞ্জুর হয়।
এর আগে ডিবি পুলিশের পরিদর্শক মোজম্মেল হক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার দুই মামলায় দু’দিন করে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
-বিডি নিউজ
ছবিঃ বাংলা নিউজ