484
Published on সেপ্টেম্বর 18, 2014
প্রধানমন্ত্রী আজ সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ২০১২ সালের পর থেকে এ পর্যন্ত ৪২৭ জন অসুস্থ, অসচ্ছল, দুর্ঘটনায় আহত ও নিহত সাংবাদিক এবং তাদের পরিবারকে ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।
তিনি বলেন, সাংবাদিক সহায়তা ভাতা/অনুদান নীতিমালা, ২০১২ প্রণীত হওয়ার পর তথ্য মন্ত্রণালয় কর্তৃক অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যের অনুকূলে ২০১১-১২ অর্থবছরে ৬১ জন সাংবাদিককে ৫০ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ১৮৫ জন সাংবাদিককে ১ কোটি এবং ২০১৩-১৪ অর্থবছরে ১৮১ জন সাংবাদিককে ১ কোটি ১০ লাখ টাকা অর্থাৎ মোট ৪২৭জন সাংবাদিককে মোট ২ কোটি ৬০ লাখ টাকার আর্থিক অনুদান দেয়া হয়েছে।
-বাসস