490
Published on সেপ্টেম্বর 18, 2014লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের নিয়ে ওই স্থানে যান। এ সময় র্যা ব-৯-এর তিন সদস্যকে গর্ত খুঁড়তে দেখা যায়। ১৫ মিনিট গর্ত খোঁড়ার পর প্রায় তিন ফুট নিচে বাঙ্কারের সন্ধান পাওয়া যায়।
পরে মুফতি মাহমুদ খান প্রেস ব্রিফিংয়ে জানান, তিন দিন ধরে র্যা ব ওই পল্লীতে অস্ত্র অনুসন্ধান করছে। তারা আধুনিক যন্ত্রের মাধ্যমে টিপরা পল্লীর অমিত দেব বার্মার ছাগলের ঘরের মাটির নিচে অস্ত্র মজুদের প্রমাণ পান।
এটি সাতছড়ি উদ্যানে র্যাধবের তৃতীয় দফা অস্ত্র উদ্ধারের অভিযান। এর আগে ৩ জুন ও ২ সেপ্টেম্বর রকেট লঞ্চারসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। সাতছড়ি বন থেকে তিন দিনের অভিযান চালিয়ে ২ সেপ্টেম্বর ৯টি এসএমজি, একটি এসএমসি, একটি বেটাগান, একটি সেভেন পয়েন্ট সিক্স টু অটো রাইফেল, ৬টি এসএলআর, দুটি এলএমজি, একটি স্পাইনার টেলিস্কোপ সাইড এবং ২ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ এবং ৩ জুন র্যা ব সাতছড়ির পাহাড় থেকে ১১ হাজার ৫৮০টি গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ প্রেস ব্রিফিংয়ে বলেন, উদ্ধার করা অস্ত্র কাদের তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি। এ সময় র্যা বের ইন্টিলিজেন্স শাখার পরিচালক আবুল কালাম আজাদ, র্যা ব-৯-এর অধিনায়ক রিয়াদ হাসান রব্বানী, মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক রুম্মান মাহমুদ, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী উপস্থিত ছিলেন।
Photo: The Daily Star