বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক

468

Published on সেপ্টেম্বর 16, 2014
  • Details Image

অনুমোদিত প্রকল্প ৬টির প্রাক্কলিত মোট অর্থের মধ্যে জিওবি ১ হাজার ৯২৮ কোটি ৫৩ লাখ টাকা, প্রকল্প সাহায্য ২ হাজার ৩৬৩ কোটি ৭ লাখ এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৫ কোটি ৩ লাখ টাকা।

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘একনেকে’ অনুমোদিত হওয়া ৬টি প্রকল্প বিষয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন।

মুস্তফা কামাল বলেন, দুই হাজার ৯৬৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে “বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ” শীর্ষক প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ পর্যন্ত। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয়ের মধ্যে জিওবি ১ হাজার ৩১৫ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার প্রকল্প সাহায্য ১ হাজার ৬৫২ কোটি ৪৪ লাখ টাকা। বিডার্স ফাইন্যান্সিং-এর মাধ্যমে প্রকল্প সাহায্যের ব্যবস্থা করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি (স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল এ কাজের পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে স্যাটেলাইটটির নকশা ইতোমধ্যে তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ প্রকল্পটি বাস্তবায়িত করবে।

এ ছাড়াও এ প্রকল্পের আওতায় টেলিকমিউনিকেশন ও ব্রডকাস্টিং সেবা দিতে ৪০টি ট্রান্সপন্ডার বিশিষ্ট বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী । তিনি বলেন, নির্মাণের পর স্যাটেলাইটটি অরবিটাল স্লটে স্থাপন করা হবে। ভূমি থেকে স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য ২টি গ্রাউন্ড স্টেশন স্থাপন করা হবে। এ প্রকল্পটি সফল হলে ব্রডকাস্টিং ব্যয় বাবদ বছরে ১১০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে ।

“বাংলাদেশ রেলওয়ের জন্য ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ” শীর্ষক ৯৭৫ কোটি ৯৭ লাখ টাকার অপর একটি প্রকল্প আজ একনেকে অনুমোদিত হয় জানিয়ে পরিকল্পনা মন্ত্রী বলেন, রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ে জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রাক্কলিত মোট ব্যয়ের মধ্যে জিওবি ২৬৫ কোটি ৩৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৭১০কোটি ৬৩ লাখ টাকা।

এ প্রকল্পের আওতায় ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ করা হবে। মোট ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচের মধ্যে এসি স্লিপার কার ১৭টি, এসি চেম্বার কার ১৭টি, নন-এসি শোভন ক্যারেজ ৬৭টি এবং এসি জেনারেটর কাম প্রার্থনা কক্ষ ১৯টি। এ প্রকল্পের উন্নয়ন সহযোগী হলো ভারত সরকার।

আজকের সভায় “ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি” শীর্ষক সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২০৭ কোটি ৩৮ লাখ টাকার অপর একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জুলাই ২০১৪ থেকে জুন ২০১৯ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। এ প্রকল্পের আওতায় নেত্রকোনা, গোপালগনজ, খুলনা, ব্রাহ্মণবাড়িয়া ও গাইবান্ধায় ৫টি “ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজি স্থাপন করা হবে বলে জানান আ হ ম মুস্তফা কামাল

তিনি বলেন, অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধ, বিদ্যুতের সিস্টেম লস কমানো এবং অগ্রিম বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সভায় “খুলনা শহরের জন্য প্রি-পেমেন্ট মিটারিং (১ম পর্যায়)” শীর্ষক ৪২ কোটি ৪৩ লাখ টাকার একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয়া হয়। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে জিওবি ৩৭ কোটি ৪০ লাখ টাকা এবং সংস্থার নিজন্ব অর্থায়ন ৫ কোটি ৩ লাখ টাকা। বিদ্যুৎ বিভাগ জুলাই ২০১৪ থেকে জুন ২০১৬ মেয়াদে এটি বাস্তবায়ন করবে।

বাংলাদেশ, ভারত ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানিযোগ্য পণ্য সামগ্রী গুদামজাত সুবিধাসহ হ্যান্ডলিং সুবিধা উন্নয়নের লক্ষ্যে একনেক সভায় “তামাবিল স্থল বন্দর উন্নয়ন” শীর্ষক সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৬৯ কোটি ২৬ লাখ টাকার অপর একটি প্রকল্পটি অনুমোদিত হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ জুলাই ২০১৪ থেকে জুন ২০১৭ মেয়াদে এটি বাস্তবায়ন করবে।

এছাড়াও সভায় “নিমগাছি সমাজভিত্তিক মৎস্য চাষ” শীর্ষক অপর একটি প্রকল্পও অনুমোদিত হয় বলে বলেন মন্ত্রী।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত