মোবাইল ব্যাংকিং সেবার জন্য বাংলাদেশ ব্যাংককে সম্মানীত করল এএফআই

454

Published on সেপ্টেম্বর 16, 2014
  • Details Image


ত্রিনিদাদ-টোবাগো’র পোর্ট অফ স্পেনে অনুষ্ঠিত গ্লোবাল পলিসি ফোরাম (জিপিএফ) শীর্ষক সম্মেলনে আলিয়ান্স ফর ফিনান্সিয়াল ইনক্লুশন (এএফআই), বাংলাদেশ ব্যাংককে প্রথমবারের মত এই পুরস্কার দেয়। এই প্রতিষ্ঠানটি হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য অর্থ নিয়ন্ত্রকগুলোর একটি ফোরাম যা বৃহত্তর আর্থিক অন্তর্ভূক্তির জন্য কাজ করে থাকে। এএফআই এ বছরই এই পুরস্কারটির ঘোষণা করে, তাদের এএফআই নেটওয়ার্কের অধীনে সফল আর্থিক অন্তর্ভূক্তি নীতিমালাসমূহকে তুলে ধরার জন্য।


আওয়ামী লীগ সরকারের দ্বিতীয়বারের মত ক্ষমতায় থাকা কালীন, ২০১০ এর শুরুর দিকে বাংলাদেশ ব্যাংক দেশের গ্রাম ও শহরে যাদের ব্যাংক হিসাব নেই তাদের কাছে আর্থিক সেবা পৌঁছে দেবার এক উদ্যোগ নেয়।
এখন পর্যন্ত ১৭৬ লাখ মানুষ এ পর্যন্ত মোবাইল ভিত্তিক আর্থিক সেবা গ্রহণ করেছেন এবং তা দিনে দিনে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, ২৮টি অন্যান্য ব্যাংকও তাদের ৪,৬৮,০০০ এজেন্টের মাধ্যমে এই সেবা দিচ্ছে, যার প্রতিদিন টাকা লেনদেনের পরিমাণ সর্বমোট প্রায় ৩৬৫কোটি টাকা।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত