421
Published on সেপ্টেম্বর 16, 2014২০০৯ সালেই রফতানি হয়েছে ৪,৭৫,২৭৮ জন শ্রমিক, ২০১০ তে গিয়েছে ৩,৯০,৭০২ জন, ২০১১ তে ৫,৬৮,০৬২, ২০১২ তে গিয়েছে ৬,০৭,৭৯৮ জন আর ২০১৩ তে গিয়েছে ৪,০৯,২৫৩ জন, তিনি জানান। সংসদে একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এই উত্তর দেন, প্রশ্নটি করেছিলেন যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ।