বাংলাদেশের স্বাস্থ্যখাতের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী

621

Published on সেপ্টেম্বর 10, 2014
  • Details Image

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত ৫ বছরে বাংলাদেশের স্বাস্থ্য খাত ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ সাফল্য এসেছে বিশেষ করে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। আর এ সাফল্যকে ভারতের স্বাস্থ্য খাতের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সংসদ ভবনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, ভারতে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই কার্যকর। এক্ষেত্রে দু’দেশের মধ্যে কার্যকর সহযোগিতা হতে পারে।

ডা. হর্ষবর্ধন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে আবেগের বলে উল্লেখ করে বলেন, এ সম্পর্ক ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের সরকার ও জনগণের সমর্থন এবং সহযোগিতার কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্বরোচিত হত্যাকাণ্ডের পর তিনি সে সময় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কাছ থেকে মানসিক শক্তি ও সমর্থন পেয়েছেন।

দারিদ্র্যকে এ অঞ্চলের অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। এ জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত