483
Published on সেপ্টেম্বর 10, 2014
তিনি বলেন, এর মধ্যে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে।
নসরুল হামিদ বলেন, উৎপাদিত বিদ্যুৎ নতুন গ্রাহকগণের মধ্যে সরবরাহের জন্য প্রয়োজনীয় সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা নির্মাণ করা হচ্ছে। আঞ্চলিক সহযোগিতার অংশ হিসেবে পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে এবং আরও বিদ্যুৎ আমদানির কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও নিউক্লিয়ার থেকে বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে দেশের সকল নাগরিকের জন্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রায় ১৫ হাজার মেগাওয়াট অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজন হবে।
তিনি বলেন, এতে সরকারের প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।