499
Published on সেপ্টেম্বর 8, 2014রাজধানীর হোটেল রেডিসনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটিও সম্মেলনের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী। সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয়- আইসিটিস ফর ডেভেলপমেন্ট- ফ্রম এক্সেস টু ইনক্লুসিভ অ্যান্ড ইনোভেটিভ সার্ভিস।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী লতিফ সিদ্দিকী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল করার যে উদ্যোগ সরকার নিয়েছে তা বাস্তবায়ন করতে তথ্য ও প্রযুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের এই দেশটাকে ঘিরে চক্রান্ত চলছে। এসবের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। এ আয়োজন আমাদের আরও এগিয়ে যেতে সহায়তা করবে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিটিও চেয়ারপারসন জুমা কানডি, সেক্রেটারি জেনারেল টিম আনউইন, নাইজেরিয়ান টেলিকমিউনিকেশনস কমিশনের প্রধান নির্বাহী ড. ইউজিন জুয়াহ, বাংলাদেশের টেলি যোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ কমনওয়েলথভুক্ত ২১টি দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, সিটিও আয়োজনের মূল উদ্দেশ তথ্যপ্রযুক্তি বিষয়ক জ্ঞান বিনিময়। এছাড়া টেকসই উন্নয়ন, মোবাইল প্রযুক্তি, মোবাইল ই-কমার্স, আউটসোর্সিং, মূল্য সংযোজিত সেবা, ডাটা রিভোলিউশন, বিগ ডাটা বিষয়ক সেমিনার হবে।